এক নজরে হারাগাছ পৌরসভার তথ্য


Admin

From: Admin

হারাগাছ পৌরসভা 14 নভেম্বর 1989ইং তারিখে প্রতিষ্ঠিত হয়। পৌরসভার আয়তন: 16.32 বর্গ কিলোমিটার, পৌরসভার জনসংখ্যা: 61425 জন (2011 সালের আদমশুমারী অনুযায়ি), (ক) পুরুষ: 34640 জন ও (খ) মহিলা: 37785 জন। পরিবারের সংখ্যা: 15711টি, পৌরসভার শ্রেণি: ”গ”, পৌরসভার ওয়ার্ড সংখ্যা: 09টি, পৌর ভবন: 01টি (দ্বিতল), পৌরসভার জমির পরিমাণ: 01 (এক একর), পৌরসভার হোল্ডিং সংখ্যা: 9800টি, পৌরসভার মহল্লা/গ্রাম: 90টি, শিক্ষার হার: 41.04% ( 2011 সালের আদমশুমারী অনুযায়ি) বর্তমানে 70%, ভোটার সংখ্যা: 50072 জন, শিক্ষা প্রতিষ্ঠান: সরকারি কলেজ: 01টি, বে-সরকারি কলেজ: 01টি, সরকারি প্রাথমিক বিদ্যালয়: 17টি, মাধ্যমিক বিদ্যালয়: 09টি, কিন্ডার গার্টেন: 08টি


Attachments



মেয়র

মোঃ এরশাদুল হক
মেয়র

পৌর নির্বাহী কর্মকর্তা

আবু হেনা মোহাম্মদ মোরশেদ আলী
পৌর নির্বাহী কর্মকর্তা

সহকারী প্রকৌশলী

মোঃ মর্তুজা এলাহী
সহকারী প্রকৌশলী

জরুরি হটলাইন

সার্বিক তত্ত্বাবধানে
হারাগাছ পৌরসভা
সার্বিক সহযোগিতায়
হারাগাছ পৌরসভা
Design,Concept And Development By
RONBD.COM