হারাগাছ পৌরসভা 14 নভেম্বর 1989ইং তারিখে প্রতিষ্ঠিত হয়। পৌরসভার আয়তন: 16.32 বর্গ কিলোমিটার, পৌরসভার জনসংখ্যা: 61425 জন (2011 সালের আদমশুমারী অনুযায়ি), (ক) পুরুষ: 34640 জন ও (খ) মহিলা: 37785 জন। পরিবারের সংখ্যা: 15711টি, পৌরসভার শ্রেণি: ”গ”, পৌরসভার ওয়ার্ড সংখ্যা: 09টি, পৌর ভবন: 01টি (দ্বিতল), পৌরসভার জমির পরিমাণ: 01 (এক একর), পৌরসভার হোল্ডিং সংখ্যা: 9800টি, পৌরসভার মহল্লা/গ্রাম: 90টি, শিক্ষার হার: 41.04% ( 2011 সালের আদমশুমারী অনুযায়ি) বর্তমানে 70%, ভোটার সংখ্যা: 50072 জন, শিক্ষা প্রতিষ্ঠান: সরকারি কলেজ: 01টি, বে-সরকারি কলেজ: 01টি, সরকারি প্রাথমিক বিদ্যালয়: 17টি, মাধ্যমিক বিদ্যালয়: 09টি, কিন্ডার গার্টেন: 08টি